ধর্মতত্ত্ব

 রামকৃষ্ণ মঠে কুমারী পূজা উদযাপিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়ের‘কোভিড-১৯’ সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে শ্রীশ্রীদুর্গাপূজা রামকৃষ্ণ মঠ, ঢাকায়, ০৩ অক্টোবর ২০২২ তারিখে যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে। পাঁচ(০৫)দিনব্যাপী অনুষ্ঠানের আজ ছিল তৃতীয় দিন। পূজা শুরু হয় সকাল ৬:৩০মি.। প্রচুর ভক্তদের অংশগ্রহণে প্রথম পুস্পাঞ্জলি অনুষ্ঠিত হয় সকাল ১০:৩০মি.। সকাল ১১:০০মি. অনুষ্ঠিত হয় কুমারী পূজা। সেসময় বিভিন্ন টি.ভি. চ্যানেল তা সরাসরি সম্প্রচার করেন। কুমারী পূজা শেষে দ্বিতীয় পুস্পাঞ্জলি অনুষ্ঠিত হয় ১১:৪৫মি.। পূজা সমাপনান্তে দুপুর ১২:০০মি. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্ত ও দর্শনার্থীবৃন্দ খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। সন্ধি পূজা শুরু হয় বিকেল ৪:৪৪মি. এবং তা সমাপ্ত হয় বিকেল ৫:৩২মি.বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে পূজা পরিদর্শনে আসেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ও তাঁর সহকারীবৃন্দ। এছাড়া, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা পূজা পরিদর্শনে আসেন।সমগ্র বিশ্বের কল্যাণ কামনার মধ্য দিয়ে সারাদিনের অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ছবি