ডেঙ্গুতে প্রান গেল আরও ১০ জনের, নতুন আক্রান্ত ২৩৬১

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ২৭ July ২০২৩

এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মারা গেল ২২৫ জন।

সারাদেশে এক দিনে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ৩৬১ জন। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর মারা গেল ২২৫ জন। আর চলতি জুলাইয়ের ২৭ দিনে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৭৮ জনে।

 

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ১২২ জনের। ঢাকার বাইরে ১ হাজার ২৩৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৩ জন। এর মধ্যে ঢাকার ১ হাজার ৬৮ ও ঢাকার বাইরের ১ হাজার ৫ জন। 

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৭০২ জন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ৭৯৮ জন এবং ঢাকার বাইরে ১৭ হাজার ৯০৪ জন। 

এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৪ হাজার ১০ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৮ হাজার ৪৬৭ জন। 

সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চলতি মাসের এই ২৭ দিনেই। এ সময় ৩৪ হাজার ৭২৪ জন রোগী শনাক্ত হয়েছে। 


আর্কাইভ