দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ০২ অক্টোবর ২০২৩

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেনঃ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এম.এ কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও দিনাজপুর নাসিব এর সভাপতি মোঃ মতিউর রহমান। “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবলু, দিনাজপুর বিসিক’র প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, এমবিএফ-হানি এর পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন, উদ্যোক্তাবর্গের কো-অর্ডিনেটর সাইদা ইয়াসমিন এলিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রæপের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
 


আর্কাইভ