ঘূর্ণিঝড় 'রিমাল' এর প্রভাবে দেশজুড়ে বিদ্যু সরবরাহ ব্যাহত

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ২৭ মে ২০২৪

 ঘূর্ণিঝড় 'রিমাল' এর প্রভাবে দেশের প্রায় ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে যার মধ্যে ৬৫ টি সমিতিতে গ্রাহকগণের বিদ্যুুৎ সংযোগ  আংশিক বা সম্পূর্ণ বন্ধ আছে। 

 

এছাড়া ঘূর্ণিঝড়প্রবণ এলাকার ৩০ টি সমিতি-তে 'রিৃমাল' এর আঘাতে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতি হয়েছে যার মধ্যে ২৩৯২টি পোল  ১৯৮২টি  ট্রান্সফর্মার নষ্ট হয়েছে ৬২,৪৫৪টি স্প্যান (তার ছেঁড়া) গেছে, ২১,৮৪৮টি, ইনসুলেটর ভেঙ্গে গেছে  ৪৬,৩১৮টি  মিটার নষ্ট হয়েছে।  বিদ্যুৎ বিভাগের তথ্যানুসারে সার্বিকভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ৭৯০২ (উনআশি কোটি দুই লক্ষ) টাকা। বেলা ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে বিদ্যুৎ বিহীন গ্রাহক-১,২৬,৭৯,০০০ (এক কোটি ছাব্বিশ লক্ষ উনআশি হাজার।  


ঘূর্ণিঝড় 'রিমাল' এর প্রভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র প্রাথমিক ক্ষয়-ক্ষতির তথ্য হল : পোল বিনষ্ট-২০টি,  পোলে হেলে পড়া-১৩৫টি, বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া-২৪.৩৪ কি:মি:, ১১ কেভি পোল ফিটিংস বিনষ্ট হওয়া-১৪২ সেট, ট্রান্সফরমার বিনষ্ট-১২টি, ১১ কেভি ইনসুলেটর বিনষ্ট-১৩৪।   সার্বিকভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ৫,৭৬,৭৫,৫০০ (পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত) টাকা। আজ সোমবার বেলা ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে ঘূণীঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিহীন গ্রাহক সংখ্যা ৪,৫৩,০৮১ (চার লক্ষ তিপান্ন হাজার একশি)।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  উপপ্রধান তথ্য অফিসার  মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান যে,    ঘূর্নিঝড় 'রিমাল' পরবর্তী FSRU-এর অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে স্থাপনাসমূহের কোন ধরনের ক্ষতি সাধিত হয়নি। এখনো প্রচন্ড ঝড়োবাতাসসহ বৃষ্টি ও সাগরে উচ্চ ওয়েব বিদ্যমান রয়েছে। ঘূর্নিঝড়ের প্রভাবে হ্রাসকৃত RLNG সরবরাহ গতকাল বিকেল থেকে ধীরে ধীরে বৃদ্ধি করে বর্তমানে তা ১০০০ এমএমসিএফডিতে উন্নীত হয়েছে। আজ সোমবার দুপুর হতেই তা ১১০০ এমএমসিএফডি তে উন্নীত করা সম্ভব হয়েছে।  

 তিনি আরো জানান যে,  ঘূর্ণিঝড় চলমান থাকায় ক্ষয়-ক্ষতির প্রকৃত পরিমাণ সরেজমিনে পরিদর্শনপূর্বক নির্ণয় করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে  মাঠ পর্যায়ে কর্মকর্তাগণের সাথে টেলিফোনে আলোচনা করে ক্ষয়-ক্ষতির একটি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে।

তাছাড়া কেন্দ্রীয়ভাবে ২৪ ঘন্টাব্যাপী কন্ট্রোল রুম-এর মাধ্যমে তদারকি করা হচ্ছে। জেলা পর্যায় ও সমিতি ভিত্তিক কন্ট্রোল রুম রয়েছে। পরিবরহন ঠিকাদারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও  ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এলাকায় সকল ধরনের কর্মকর্তাগণের ছুটি বাতিল করে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সূত্র হতে আরো জানা যায় যে,   বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর লোকজন প্রয়োজনীয় মালামালসহ প্রস্তুত রয়েছে। ঝড় বা বাতাস কমার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে ।


আর্কাইভ