পদত্যাগ করেছেন বিএসএমএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : রবিবার , ১৮ আগষ্ট ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক পদত্যাগ করেছেন।

 

রোববার (১৮ আগস্ট) বিকেলে দীন মো. নূরুল হক নিজেই গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নূরুল হক বলেন, আমি সম্মান নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, সম্মান নিয়েই চলে যাচ্ছি। আমি জোর করে এখানে থাকতে চাই না। জোর করে থাকাটাও উচিত হবে না। তাই স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করে নিজে গিয়েই মন্ত্রণালয়ে দিয়ে এসেছি। তবে একটা অনুরোধ আমার শুরু করা কাজগুলো যেন সুন্দর ও সফলভাবে সমাপ্ত হয়। এই বিশ্ববিদ্যালয় আরও বহুদূর এগিয়ে যাক এই কামনা করি।


আর্কাইভ