চিঠির পরেও এমপি এলাকা না ছাড়ায় সম্মান গেল কার: সিইসি

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ১৩ জুন e ২০২২

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রতিনিধিঃ  নির্বাচন কমিশনের চিঠির আদেশ না মেনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার এখনো এলাকা ত্যাগ না করা করায় নির্বাচন কমিশন বলেছেন, 'কমিশনের চিঠির আদেশ না মানায় সম্মান গেল কার?' আজ সোমবার দুপুরে কুমিল্লার নবাব ফয়জুন্নেচ্ছা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ২ নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও রাশেদা সুলতানা সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশের চিঠি দেওয়ার পরও স্থানীয় সংসদ সদস্য (এমপি) বাহার এলাকা না ছাড়ায় সাংবাদিকরা জানতে চাইলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, 'নির্বাচন কমিশন আইনগত বাধ্যবাধকতায় কোনো জনপ্রতিনিধিকে বাড়ি থেকে জোড় করে বের করতে পারেন না। তবে, তিনি যে কমিশনের চিঠির আদেশ মানলেন না, এতে সম্মান গেল কার?' নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, 'নির্বাচনে এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর। কোনো রকম ঝামেলা হলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। পরিস্থিতি ভোট নেওয়ার মতো না হলে ভোটগ্রহণ বন্ধ থাকবে।'
 


আর্কাইভ