অধ্যাপক কাজী শহীদুল্লাহ-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন এবং ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


আজ ১৯ মার্চ ২০২৫ বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক কাজী শহীদুল্লাহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দেশের শিক্ষা ও গবেষণা একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।


উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক কাজী শহীদুল্লাহ আজ ১৯ মার্চ ২০২৫ অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় ভোর ৫টায় মৃত্যুবরণ করেন।
 


আর্কাইভ