কিশোরগঞ্জে অবৈধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ০১ সেপ্টেম্বর ber ২০২৫

মোঃ আশরাফ আলী, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও ভৈরব উপজেলা প্রশাসনের সহায়তায় ভৈরব উপজেলার নিউটাউন ও আমলাপাড়া এলাকায় অবৈধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রবিবার (৩১ আগস্ট) ভৈরব সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক মোবাইল কোর্ট পরিচালনা করেন। জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সম্বয়ে গঠিত একটি টিম দায়িত্ব পালন করেন। এ সময় ভৈরব উপজেলা নিউটাউন এলাকায় অবস্থিত এনটি প্যাকেজিং ও মদিনা প্যাকেজিং এবং আমলাপাড়া আমলাপাড়া এলাকায় অবস্থিত শেফা প্লাস্টিক নামক অবৈধ পলিথিন ব্যাগ উৎপাদনকারী ০৩(তিনটি) প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ দূষণকারী কারখানা, প্রকল্প, অবৈধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আর্কাইভ