ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় প্রতিহিংসার জেরে দীর্ঘদিনের চলাচলের সরু রাস্তা তুলে দিয়ে আমনধানের চারা লাগানোর অভিযোগ উঠছে।
এ ঘটনায় ভুক্তভোগীসহ ৭০ জন গণ স্বাক্ষর করে মাচপিটিশন দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ডিমলা থানায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নং পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী বাজার সংলগ্ন ৫নং ওয়াডে।
গণ স্বাক্ষর থেকে জানা যায়, একই এলাকার মোঃ আয়নাল হকের ছেলে মোঃ সাদ্দাম হোসেন এর পরিবারের লোকজন প্রায় ৪৫/৫০ বছর পূর্বে থেকে কলোনীর সম্পত্তির রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন। বিবাদী মোহাম্মদ আলীগং সহ ১২ জন মিলে প্রায় গত এক বছর ধরে নানা বাহানায়, কোন কারণ ছাড়াই, মোঃ সাদ্দাম হোসেন সহ তার পরিবারের সদস্যদের সাথে প্রতিহিংসা মূলক বিরোধ সৃষ্টি করে এবং উক্ত বিরোধের জের ধরে গত ১৫- জুলাই /২৫ ইং তারিখ সকাল আনুমানিক ৬ টার দিকে তাদের পরিবারের লোকজন ঘুম থেকে উঠার আগেই সকল বিবাদী মিলে তাদের উক্ত চলাচলের আইলাইন রাস্তাটি কেটে তাদের কলোনীর ভোগদখলীয় জমির সহিত একিভুত করে রাখে এবং বাঁশের চেকার ও সুপারি গাছ রোপণ করে চলাচলের রাস্তা বন্ধ করে রাখে। পরবর্তী হালচাষে আবাদি জমিতে রুপান্তর করে আমনধানের চারা লাগিয়ে চলাচলের চিহ্ন মুছে ফেলেন।
বর্তমান মোঃ সাদ্দাম হোসেন সহ তার পরিবারের সদস্যগণ অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। উক্ত বিষয়টি এলাকাবাসী সহ বাধা নিষেধ করা সত্বেও না মানলে মানবিক দিক বিবেচনা করে দুই পাতায় ৭০ জন গণ স্বাক্ষর করে ভুক্তভোগী সাদ্দাম হোসেন ও তার পরিবার যেন পূর্বের ন্যায় চলাচলের রাস্তাটি নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও থানায় লিখত আবেদন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওনা কবির বলেন, উক্ত বিষয়ে গণস্বাক্ষর কপি পেয়েছি। এছাড়াও সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেলে সরকারী ত্রাণের জমির উপর রাস্তা বন্ধ করার ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বস্ত প্রদান করেছেন তিনি।