জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা মহানগর বিএনপির নেতা জসিম উদ্দিন আর নেই
কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি হাজী জসিম উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
রোববার রাত ১১টার দিকে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার নিজ বাসায় হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে পরদিনই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
হাজী জসিম উদ্দিন কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয় ও জনপ্রিয় এক মুখ।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুমিল্লার দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দলীয় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী শহরতলীর ধর্মপুর এলাকার তার বাসভবনে ছুটে আসেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
হাজী জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মপুর পশ্চিম ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।