মোংলা কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ১৪ July ২০২২

মো. নূর আলম, মোংলা : বন্দরের বোর পয়েন্টে এ নোঙ্গররত অবস্থায গঠ ইষঁব গবৎষরহ মার্চেন্ট শীপে ডাকাতির প্রস্তুতিকালে অবৈধ অস্ত্র, গাঁজা ও ইয়াবাসহ সাত ডাকাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা। ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা এম মামুনুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। আটক ডাকাতরা হলো- মো.মুন্না তালুকদার (২২), মোবারেক খাঁ (৩০), শামসু ব্যাপারী (৩০), আনসার খাঁ (৪০), হার (৪৫), ইমামুল ব্যাপারী (২৩), শাওন (১২)।


কোষ্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই  মঙ্গলবার আনুমানিক ১১: ৩০ মিঃ বোর পয়েন্টে নোঙ্গররত অবস্থায় গঠ ইষঁব গবৎষরহ মার্চেন্ট শীপে ডাকাতির প্রস্তুতি চালায়। মার্চেন্ট শীপ থেকে কমিউনিকেশন সেট ( ঠঐঋ চ্যানেল ১৬ ) এর মাধমে ঘটনাটি পোর্ট অথরিটিকে জানায় । বাংলাদেশ কোস্টগার্ড বিষয়টি জানার সাথে সাথেই উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশক্রমে বিসিজি স্টেশন কোকিলমনি এবং বিসিজি আউটপোস্ট দুবলা হতে দুইটি অপারেশন দল তৎক্ষণাত ঘটনা তদন্ত করার লক্ষ্যে মার্চেন্ট শীপ এর উদ্দেশ্যে গমন করে। পরবর্তীতে দূর্বৃত্তকারী দলের নৌকাটিকে শনাক্ত করে এবং ধাওয়া দেয় । কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা ডাকাতি করতে ব্যর্থ হয় এবং নৌকাটি পালিয়ে যায়। পরবর্তীতে মার্চেন্ট শীপ থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে বর্ণিত দুর্বৃত্তকারীদের আটক করার উদ্দেশ্যে কোস্ট গার্ড জাহাজ তামজীদ এর নেতৃত্বে তিনটি অপারেশন দল হাইস্পীড বোট এর সহায়তায় নজরদারি বৃদ্ধির মাধ্যমে টহল প্রদান করে । অতঃপর আজ ১৪ বৃহস্পতিবার ভোর ০৪: ৪৫ মিঃ সাব লেফটেন্যান্ট এস এম সাজিদ মোস্তফা তনু’র নেতৃত্বে অপারেশন দলটি দুই সিলিন্ডার বিশিষ্ট কাঠের নৌকাসহ ০৭ জনের দুর্বৃত্ব দলকে আটক করতে সক্ষম হয়। এ সময়ে নৌকাটি তল্লাশি করে দেশীয় অস্ত্র ( চাপাতি , দা , কুড়াল , অতিরিক্ত বেøডসহ করাত ইত্যাদি ) , দড়ি কাটার সরঞ্জাম , ০৭ পিস ইয়াবা ও আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড বেইস মোংলার উদ্দেশ্যে নিয়ে আসা হয় ।


আর্কাইভ