জাতীয় শোক দিবস উপলক্ষে মাতৃভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ১৬ আগষ্ট ২০২২

মোশাররফ হুসাইন, বিশেষ প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্ট ২০২২ তারিখ জাতীয় শোক দিবস-এ সকাল ৮:০০ ঘটিকায় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ।

সকাল ১০:০০ ঘটিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আমাই-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সকাল ১১:০০ ঘটিকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর আন্তর্জাতিক সম্মেলন কক্ষে (৪র্থ তলা) মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর সকল কার্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ তাঁর আলোচনায় বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

আলোচনা শেষে জাতির পিতা ও ১৫ আগস্ট-এর সকল শহিদের রুহের মহাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


আর্কাইভ