শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সে উপলক্ষে এবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (২৪ এপ্রিল) ঘোষিত এই দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। চোটের কারণে তিনি যে থাকছেন না তা আগেই জানা গিয়েছিল। দলে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এর বাইরে আর কোনো চমক নেই।

বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। আর শরিফুল ইসলামকে রাখা হলেও তার খেলা নির্ভর করছে চোট থেকে কত দ্রুত সেরে ওঠতে পারেন, তার ওপর।

একনজরে বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস,  মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

 


আর্কাইভ