দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ের মধ্যে তাইজুলের ৬ উইকেট শিকার

মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২

স্পোর্টস ডেস্ক: পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট হাতে ঝড় তুলে ফিফটি করেন কেশব মহারাজ। দ্বিতীয় সেশনে আরো আগ্রাসী হয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। তার ব্যাটেই দক্ষিণ আফ্রিকা চারশ রান ছাড়ানোর পর অবশেষে শতকের আগেই তাকে ফিরিয়ে ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

এ নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩৬ তম ম্যাচের প্রথম ইনিংস শেষে ১০ম বারের মত পাঁচ উইকেট নেন এই বাঁহাতি। দক্ষিণ আফ্রিকার অলআউট হওয়ার মধ্য দিয়ে সবমিলিয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল। সেইসাথে ক্যারিয়ারে দেড়শতম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। টেস্টে এখন তার উইকেট সংখ্যা ১৫০ টি।

৩০ বছর বয়সি তাইজুলের টেস্টে এক ইনিংসে বেস্ট বোলিং ফিগার ৩৯ রানে ৮ উইকেট। ২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে এ কৃতিত্ব করেছিলেন তিনি।

 


আর্কাইভ