ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত এক দিন কাটালো পাকিস্তান। সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হেসেখেলেই হারালো বাবর আজমের দল।
গত বিশ্বকাপের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড, পারেনি অস্ট্রেলিয়ার সঙ্গে। এবারও গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে এসে সেমিফাইনালে ছিটকে পড়লো। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য একদম হতাশায় মুষড়ে পড়ছেন না। তার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন। পাকিস্তানকে বরং কৃতিত্ব দিয়েছেন কিউই দলপতি।
ম্যাচ শেষে উইলিয়ামসন বলেন, ‘পাকিস্তান দারুণ খেলেছে। আমরা কিছু মোমেন্টাম তৈরি করে লড়াইয়ে ফিরেছিলাম। ইনিংসের মাঝপথে আমরা ভেবেছিলাম, লড়াই করার মতো পুঁজি পেয়েছি। কিন্তু দুভার্গ্যজনকভাবে পাকিস্তানের জন্য সেটা কঠিন করে তুলতে পারিনি।’
কিউই অধিনায়ক যোগ করেন, ‘পাকিস্তানের এই জয় প্রাপ্য। রাউন্ড রবিন লিগ পুরোটাই আমরা ভালো খেলেছি, কিন্তু আজ আমরা সেরাটা দিতে পারিনি। যা বললাম, টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন চঞ্চল প্রকৃতির।’