সারগাম সাউন্ড স্টেশন এর উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘বশির আহমেদ সম্মাননা-2022’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। আগামী 18 নভেম্বর 2022, সন্ধ্যা 5.30 টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এর সাবেক অতি: আইজিপি ড. মো: আব্দুর রহিম খান পিপিএম।
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে বেজে উঠবে উদ্বোধনী মিউজিক। আলোচনা পর্বের শুরুতে শিল্পী বশির আহমেদ এর স্মৃতিচারণ করেন তার পুত্র রাজা বশির ও কন্যা হোমায়েরা বশির। আলোচনা পর্বের পর প্রদান করা হবে ‘বশির আহমেদ সম্মাননা-2022’। সম্মাননা হিসেবে প্রদান করা হয় উত্তরীয় ও ক্রেস্ট। প্রধান অতিথি কর্তৃক মনোনিত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা প্রদানের পর বিশিষ্ঠ কন্ঠশিল্পী , গীতিকবি ও সংগীত পরিচালক বশির আহমেদ এর বায়োগ্রাফী প্রদর্শীত হবে।
সবশেষে পরিবেশিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে একক সংগীত, দ্বৈত সংগীত, কবিতা পাঠ ইত্যাদির মাধ্যমে শিল্পী বশির আহমেদ এর স্মৃতিচারণ করা হবে। দিঠি আনোয়ার, ইব্রাহীম খলিল , স্মরণ, মোমিন বিশ্বাস, সমরজিৎ রায়, প্রিয়াংকা গোপ, মেসবাহ আহমেদ এর কন্ঠে পরিবেশিত হবে ‘এই বৈশাখে লেখা’; ‘অভিমান করি অভিনয় করি না’; ‘পাখি তুই বল না’; ‘শোন কথা শোন’; ‘আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো’; ‘ঐ আকাশ পারে’ ‘কুছ আপনি কাহিয়ে’ ইত্যাদি শিরোনামে একক সংগীত। স্মরণ ও মোমিন বিশ্বাস দ্বৈত কন্ঠে পরিবেশন করবেন ‘প্রেমেরও ছোট্র একটি ঘর’ ও ‘পাহাড় নদী ঝর্ণাধারা’। কবিতা পাঠ করবেন কবি সৈয়দা নাজনীন আখতার এবং একক ও দ্বৈত সংগীত পরিবেশন করবেন রাজা বশির ও হোমায়েরা বশির। অনুষ্ঠান সঞ্চালনা করবেন রুপা চক্রবর্তী।