বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সংস্কৃতি চর্চার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। জাতীয় সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে এবং বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে শিল্প-কলার চর্চা ও বিকাশের লক্ষ্যে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর পর থেকেই জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষন ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প-সংস্কৃতি মনা সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আগামী ১৭ মার্চ ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সকাল ৮.০০টায় ধানমন্ডি ৩২ এ জাতির পিতারস মাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কর্মকর্তা/শিল্পী/কর্মচারীবৃন্দ। সকাল ১০.০০টায় একাডেমির জাতীয় চিত্র শালায় শুরু হবে শিশুদের অংশগ্রহণে ‘শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। বিকাল ৩.০০টায় জাতীয় চিত্রশালার ২ ও৩ নং গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে।বিকাল ৪ টায় একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার হলে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন ’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। বিকাল ৫.৩০ টায় শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আনন্দ শোভা যাত্রা। সন্ধ্যা ৬.০০ মি. জাতীয নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো: আবুল মনসুর।
সভাপতিত্ব করবেন একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক জনাব মনজুরুল আহসান বুলবুল।