ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮০টি কোম্পানির লেনদেন

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ১৯ মে ২০২২

আজ 19শে মে 2022ইং ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮০টি কোম্পানির ১৭ কোটি ৫৭ লক্ষ ৯৯ হাজার ৬৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৬৮ কোটি ৮৮ লক্ষ ১১ হাজার ৬৪০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৫১.৬৭ পয়েন্ট কমে ৬২৫৮.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৯.৮০ পয়েন্ট কমে ২৩১৬.৬৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ স‚চক (ডিএসইএস) ৮.৪৬ পয়েন্ট কমে ১৩৮৩.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭ টির, কমেছে ২৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- বেক্সিমকো লিঃ, ইসলামি ব্যাংক লিঃ, শাইনপুকুর সিরামিকস, জেএমআই হসপিটাল, বিএসসি, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, এসিআই ফরমুলেশন, আরডি ফুড ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এসআলম কোল্ড, বিএনআইসিএল, বিএসসি, সিলভা ফার্মা, বীকন ফার্মা, আলহাজ্ব টেক্স, সেন্ট্রাল ইন্সুঃ, রানার অটো,       ই-জেনারেশন ও কে অ্যান্ড কিউ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- পেপার প্রসেসিং, এসিআই ফরমুলেশন, বঙ্গজ লিঃ, আরডি ফুড, শাইনপুকুর সিরামিকস, তাক্কাফুল ইন্সুঃ, ইন্টারন্যাশনাল লিজিং, এনটিসি, এনআরবিসি ব্যাংক ও মার্কেন্টাইল ইন্সুঃ।

আজ ডিএসই’র বাজার ম‚লধন:- ৫০৯৮৭২১৭৮৭১৬৩.০০


আর্কাইভ