মেহেদী হাসান: বাংলাদেশশিল্পকলা একাডেমির আয়োজনে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় গতকাল ৫ এপ্রিল, ২০২৩ অনুষ্ঠিত হয়েছে “লালন সাঁইজির বানীতে ইসলামী ও সুফিদর্শনের প্রভাব বিষয়ক সেমিনার ও প্রীতি সম্মিলনী।পূর্নিমা তিথিতে ৪৮ তম সাধু মেলার অংশ হিসেবে জাতীয় নাট্যশালার সেমিনার হলে বিকাল৪.০০টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লালন সাঁইজির বানীতে ইসলাম ও সুফী দর্শনের ব্যাখ্যা প্রদান করেন বাউলরা। “লালন সাঁইজির বানীতে ইসলামী ও সুফিদর্শনের প্রভাব ” বিষয়ক প্রবন্ধ পাঠ করেন ড. আবু ইসহাক। আলোচক হিসেবে ছিলেন কিরণ চন্দ্ররায় এবং শফিমন্ডল। সেমিনারে লালন সাঁইজির গান উপস্থাপন করেন বাউলরা।
আয়নাল হক পরিবেশন করেন রাসুলের দিন সত্যমান, ডলিমন্ডল - তোমারমত দয়াল বন্ধু আর পাবো না, গরিব মুক্তার - ভজ মুরশিদের কদম এই বেলা, ইভা - দেখনা মন ঝাক মারি এই দুনিয়া দারি, লাভলী - আল্লাহ বলো মনরে পাখি, নয়ন - এসে মদীনায় তরীক জানায়, রুমা - পারে কে যাবি নবীর নৌকাতে আয়, মানিক- আয় গোযাই নবীর দিনে এবং বাউল বিদ্যুৎ লালন সাইঁজির গান পরিবেশন করেন। নানা ধরনের বানীতে লালন সাঁইজির মানবতাবাদ, সুফিবাদ ও আধ্যাত্ববাদের আলোচনা ওঠে আসে অনুষ্ঠানে। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল ও শিল্পী ও লালন গবেষকরা।পরে অনুষ্ঠিত হয় প্রীতি সম্মিলনী।