রোনালদোর জোড়ায় আল-নাসরের জয়

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ০৬ এপ্রিল ২০২৩

সর্বশেষ তিন ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো অসাধারণ কিছু করে দেখালেন। টানা তিন ম্যাচে জোড়া গোল করলেন সিআর সেভেন। সৌদি প্রো-লিগে আল-আদাহকে ৫-০ গোলে হারিয়েছে আল-নাসর। এই জয়ে দুই গোল করেছেন রোনালদো। এ ছাড়া জোড়া গোল করেছেন তালিসকাও। এই দুজনের হাত ধরে চলতি লিগে বেশ ভালো অবস্থানে আছে নাসর। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে

আল-ইত্তিহাদ। দুই দলেরই লিগের বাকি এখনো আটটি করে ম্যাচ। সব মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে ছয় গোল করলেন পর্তুগিজ এ তারকা। লিখটেস্টেইনের বিপক্ষে দুই গোল করার পর লুক্সেমবার্গের বিপক্ষেও দুবার করে বল জালে জড়িয়েছিলেন তিনি। আল-আদাহর মাঠে গোল পেতে আল-নাসরকে অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। ডি-বক্সের ভেতর আবদুল্লাহ আল আমরি ফাউলের শিকার হলে পেনাল্টি পান রোনালদোরা। স্পটকিকে রোনালদোর শটে সঠিক দিকে ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি আদাহর গোলকিপার। ৫৫ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন তালিসকা। ৬৬ মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে আল-নাসরের গোল ব্যবধান ৩-০ করেন রোনালদো। ৭৮ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তালিসকা। যোগ করা সময়ে আয়মান ইয়াহিয়ার গোলে ৫-০ গোলের জয় নিশ্চিত হয় আল-নাসরের। বড় জয়ের পরও ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থাকতে হচ্ছে আল-নাসরকে। আর শীর্ষে থাকা আল-ইত্তিহাদের পয়েন্ট ৫৩। আল-আদালহ ম্যাচে নিজেদের কাজটুকু ঠিকঠাক করতে পারায় তৃপ্ত তালিসকা। ব্যক্তিগত গোলের পাতায় শীর্ষে থাকা মূল লক্ষ্য নয় বলে জানিয়েছেন তিনি, ‘শীর্ষ পর্যায়ের সব খেলোয়াড়ই নিজ নিজ দায়িত্ব পালন করে থাকে। আল নাসরকে জেতানোই আমার মূল লক্ষ্য, শীর্ষ গোলদাতা হওয়া নয়।’


আর্কাইভ