এহসান রানা, ফরিদপুর : '' স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন ''। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার শেখ জামাল স্টেডিয়াম থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রসাশক মো: কামরুল আহসান তালুকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শাহজাহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। দেশকে অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে হলে ক্রীড়ার ওপর জোর দিতে হবে। সেইসাথে সন্তানরা যাতে খেলাধুলার প্রতি আগ্রহী হয় এ ব্যাপারে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ, আমিনুর রহমান ফরিদ, যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান চুন্নুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়ারেরা।