অধ‍্যাপক মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের একজন মানবিক চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : রবিবার , ১৬ এপ্রিল ২০২৩

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ‍্যক্ষ ডাক্তার মোস্তাফিজুর রহমান। তিনি এখন ফরিদপুরের মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি পেয়েছেন। ডাক্তার হিসেবে তিনি চক্ষু বিশেষজ্ঞ হলেও জনসেবা মূলক কাজ ও করে থাকেন ডাক্তার মোস্তাফিজুর রহমান। গরীব রোগীদের  ফ্রি চিকিৎসা ও করে থাকেন। গুরুত্বপূর্ণ সময় গরীবদের পাশে থাকেন বিশেষ করে রমজান মাসে। কাউকে জানতে দেয়না তিনি রমজান মাসে অসহায় রোজদারদের পুরো মাসের ইফতার করার জন‍্য সহযোগিতা করেন।

 ডাক্তার মোস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ী জেলাতে। 

ডাক্তার মোস্তাফিজুর রহমান কলেজের অধ‍্যক্ষ হিসেবে অনেক সুনাম অর্জন করেছে ছাত্র ছাত্রীদের মাঝে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের একাধিক  ছাত্র -ছাত্রী ও  শিক্ষকরা জানান,  ডাক্তার মোস্তাফিজুর রহমান করোনাকালিন সময় থেকে দক্ষতার সাথে কলেজের প্রশাসনিক কাজ কর্ম পরিচালনা করে  যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা খুশি তার ব‍্যবহার ও  আচরণের।

 

ডাক্তার  মোস্তাফিজুর রহমান জানান,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা সকলেই আমার সন্তান মনে করি আমি । তিনি আরো বলেন কলেজর প্রতিটি শিক্ষক (ডাক্তার) আমার ভাই এবং  আমার পরিবারের অংশ তারা আমাকে সহযোগিতা করছে বিধায় এতো বড় একটি প্রতিষ্ঠান  পরিচালনা করতে পারছি।  আমি সকল স্তর থেকে আরো বেশি করে সহযোগিতা চাই এবং  আমি যেন হতদরিদ্রদের বেশি করে সহযোগিতা করতে পারি।


আর্কাইভ