শিক্ষা

বার্ডে টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রতিনিধিঃ  অদ্য ১৬/০২/২০২৩ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় ‘‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর’’শীর্ষক আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান এনডিসি সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। চীন,ঘানা, ভারত,জর্ডান,কেনিয়া,নামিবিয়া,ওমান, পাকিস্তান,সুদান,তিউনিসিয়া,জাম্বিয়া এবং বাংলাদেশসহ ১২ টি দেশের ১৭ জন উর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথির বক্তব্যে সচিব মহোদয় বলেন, এ ধরনের আন্তর্জাতিক ও আঞ্চলিক কর্মশালা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে কার্যকরী ও সহায়ক। এছাড়াও তিনি এই কর্মশালাটি আয়োজন করার জন্য বার্ডকে এবং সার্বিক

এমপিওভুক্ত করা হলো ২৬১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

এবার নতুন করে দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৬১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন শেষে ২ হাজার ৬১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১ হাজার ৯৫১টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। আর কারিগরি ও মাদরাসা পর্যায়ে এমপিওভুক্ত হয়েছে ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য প্রাথমিক তালিকা করে এমপিও যাচাই-বাছাই কমিটি। গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হয়।

ছবি