কুবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে এক আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের (বিবিএ ফ্যাকাল্টি) ছাঁদে এই আয়োজন সম্পন্ন হয়।

 

ইফতার মাহফিলে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিবিএ ফ্যাকাল্টির ডিন অংশ নেন। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। বিভাগের শিক্ষার্থীরা বলেন, "ইফতারের এমন আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।"


আর্কাইভ