বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা আজ এক বিবৃতিতে বলেন, “কয়েকদিন আগে ৫টি কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি স্প্রেডশিট জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের দলের কাছে পৌঁছে দেয়া হয়। আমরা গত ১৩ মার্চ, ২০২৫ তারিখে ঐকমত্য কমিশনে পাঠানো চিঠির মাধ্যমে আমরা প্রস্তুতির জন্য খানিকটা বাড়তি সময় চেয়ে নেই।
ইতোমধ্যে আমরা কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট ও স্প্রেডশিট আমাদের সাধ্যমতো খুঁটিয়ে পর্যালোচনা করার চেষ্টা করেছি। আমাদের মনে হয়েছে, স্প্রেডশিটে যেভাবে টিকচিহ্নের মাধ্যমে মতামত চাওয়া হয়েছে, সেভাবে মতামত দিয়ে ঐকমত্যে পৌঁছানোর পদ্ধতিটি যথাযথ নয়। বিষয়গুলো জটিল এবং বেশিরভাগ বিষয়ই ব্যাখ্যার দাবি রাখে। খুব অল্প কয়েকটি পয়েন্টে এরূপ এককথায় উত্তর দেয়া যায়। আমরা কমিশনকে জানিয়েছি যে, আমাদের বক্তব্যটা আমরা মূলতঃ লিখিত আকারেই রাখব। আমাদের কিছু বিষয়ে স্পষ্ট হওয়ারও ব্যাপার আছে, সেগুলো তাদের সাথে বসার সুযোগ ঘটলে তখন আলোচনা সম্ভব বলে আমরা মনে করি।
আমরা আমাদের বক্তব্য খুব দ্রুতই ঐকমত্য কমিশনে জমা দেব। তবে আমরা মনে করি, গুরুত্বপূর্ণ এ বিষয়গুলোতে আলোচনার মাধ্যমেই ঐকমত্য হওয়া প্রয়োজন।”