টাঙ্গাইলে প্রেমের অভিযোগে যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক : সোমবার , ২৭ অক্টোবর ২০২৫

মুক্তির দাবিতে গ্রামবাসীর বিশাল মানববন্ধন

মাসুদ রেজা, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমিল্লি গ্রামে প্রেমের অভিযোগে কারাবন্দী এক যুবকের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৬ অক্টোবর) সকালে নামদার কুমিল্লি বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন পালিত হয়। এতে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের হিতৈষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ— হাফিজ উদ্দিন ভুইয়া, খলিলুর রহমান, আশরাফ আলী মিঞা, মজিবর রহমান মিঞা, আবুল কালাম আজাদ, মো. জাহিদ মিয়া এবং ফরিদ মিয়া প্রমুখ।

বক্তারা জানান, নামদার কুমিল্লি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (২৩) এর সঙ্গে গোসাইবাড়ি কুমিল্লি গ্রামের মো. লোমান মিয়ার মেয়ে নাফিছা আক্তার লুবনার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জের ধরে গত দুই বছরে লুবনা একাধিকবার সোহাগের বাড়িতে এসেছেন। প্রতিবারই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মধ্যস্থতা করে মেয়েটিকে বুঝিয়ে তার বাবার বাড়িতে পৌঁছে দেন।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি চতুর্থবারের মতো লুবনা প্রেমিক সোহাগ জেল হাজতে থাকা অবস্থায়ও তার কথিত শ্বশুরবাড়ি চলে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে তার পিতা লোমান মিয়া ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রেমের সম্পর্ককে 'অপহরণ' আখ্যা দিয়ে সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নম্বর: নারী ও শিশু ১৫৭/২৫) দায়ের করেন। ওই মামলায় সোহাগ গত চার মাস ধরে টাঙ্গাইল জেলা কারাগারে বন্দী আছেন।

বক্তারা অবিলম্বে সোহাগের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং মুক্তি না পেলে বৃহত্তর ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধন চলাকালীন সোহাগের বাবা সহিদুল ইসলাম ও মা সুর্যভানু কান্নাজড়িত কণ্ঠে তাদের ছেলের মুক্তির জন্য আকুল আবেদন জানান। মানববন্ধন শেষে নামদার কুমিল্লি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আর্কাইভ