সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সাধারন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে বুধবার (১৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সমাবেশ স্থল এসময় জনসমুদ্রে রুপ নেয়।
বিএনপি নেতা কাজী আলাউদ্দীন আরো বলেন, আমি এর আগে এই জনপদের এমপি থাকাকালীন অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ ও কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ আমার দ্বারা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হতে পারলে এই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। একই সাথে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে তৈরী করা হবে। তিনি এসময় দলীয় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।
জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপি আহবায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহŸায়ক মোঃ আকতারুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ উপজেলা কৃষক দল আহবায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ উপজেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পারভেজ, উপজেলা বিএনপি'র সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা জাসাস সভাপতি মুরশীদ আলী গাজী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম বাবু।
সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।