পূর্ব সুন্দরবনে ৮ মাসে ৩শ ১১ জন আটক হয়েছে জব্দ করা হয়েছে ২৪২ কেজি হরিণে মাংস ও ৩৫১ টি ট্রলারসহ নৌকা

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা: খুলনা (২৭ জানুয়ারি) পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে গত ৮ মাসে বন অপরাধে ৩শ ১১ জন আটক হয়েছে। উদ্ধার হয়েছে ২৪২ কেজি হরিণে মাংস এবং জব্দ করা হয়েছে ৩৫১ টি ট্রলার ও নৌকসহ অন্যান্য সামগ্রী।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, গত মে মাস থেকে ডিসেম্বর ”২৫ পর্যন্ত সময়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে বনরক্ষীদের অভিযানে অবৈধভাবে হরিণ শিকার, মাছ ও কাকড়া ধরাসহ অন্যান্য বন অপরাধে বনরক্ষীদের হাতে ৩শ ১১জন আটক হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন মামলা দিয়ে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ৮ মাসে সুন্দরবনের বিভিন্ন স্থানে ২৪২ কেজি হরিণের মাংস, ৩৫১টি ট্রলার ও নৌকা, ৬১ হাজার ফুট হরিণ ধরার মালা ফাঁদ, ৯০ বোতল কীটনাশক, ৭শ কেজি বিষযুক্ত মাছ, ৮শ ১৬ কেজি কাকড়া, সাড়ে ৫ হাজার কাকড়া ধরার চারু, ২৩১টি মাছ ধরার জাল, ২২ বস্তা শুঁটকি মাছসহ বিবিধ প্রজাতির  ২১৭ কেজি মাছসহ অন্যান্য বনজদ্রব্য জব্দ করা হয়েছে।

 

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীরা নিয়মিত হেটে এবং নদীপথে টহল কার্যক্রম চালাচ্ছেন। এই অভিযানের ফলেই গত ৮ মাসে ৩শ ১১ জনকে আটক করা হয়েছে। অভিযানে ব্যপক সফলতা পাওয়া গেছে এবং বন অপরাধ ক্রমান্বয়ে কমে আসছে বলে ডিএফও জানিয়েছেন।


আর্কাইভ