সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া কষ্টে কষ্টে মারা গেছেন। তার জানাজায় এক কোটির উপরে মানুষ হয়েছে। তার দিকে তাকিয়ে আমাকে ভোট দেবেন না মা-বোনেরা? একজন মুসলমানের ছেলে হিসেবে আমি সকল ধর্মের-বর্ণের মানুষের নিরাপত্তা দিতে চাই। তাই সে যে ধর্মের হোক না কেন।
হিন্দু হোক, খৃষ্টান হোক, বৌদ্ধ হোক এবং মুসলিম হোক এবং যে কোন রাজনৈতিক দলের হোক সকলের নিরাপত্তার দায়িত্ব আমি আজ থেকে গ্রহন করলাম। আমার দ্বারা কারো কোন ক্ষতি হয়নি। তাই আমার দলের কোনো কর্মী অন্যায় করলে সে দলে থাকতে পারবেনা, দল থেকে তাকে বহিষ্কার করা হবে।
এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ। সবাই মিলে দেশ গড়তে হবে।
তিনি এসময় কর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের সমর্থন চেয়ে বলেন, নির্বাচিত হতে পারলে এই এলাকার উন্নয়নে কাজ করা হবে।
সোমবার বিকেলে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহŸায়ক মীর্জা আতিয়ার রহমান এবং যুগ্ম আহŸায়ক সাইদুর রহমান সাঈদ প্রমুখ।
সমাবেশে শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বলেন, তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কোনো বিকল্প নেই।