কলমাকান্দায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার , ০২ অক্টোবর ২০২৫

 (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত  হয়েছে। 

 

আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলা ওলামা দলের আয়োজনে কলমাকান্দা  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এম.এ হাসেম খন্দকার।

 

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উদ্বোধক ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ ক্বারী মিছবাহ উদ্দিন তালুকদার (মাসুদ) এবং প্রধান আলোচক ছিলেন নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

 

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রশিদ নূরানী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য মোঃ হাবিবুর রহমান হাবীব (মন্ডল)।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য এইচ.এম নাদিরুজ্জামান খন্দকার এবং মাওলানা মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ওলামা দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির আন্দোলনকে সফল করতে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

এসময় কলমাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। 

 

অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ওলামা দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক বিএনপি সমর্থক যোগ দেন।


আর্কাইভ